সর্বশেষ

সারাদেশ

এবার এসএসসিতে বান্দরবানে কোয়ান্টাম কসমো স্কুলের প্রথম স্থান অর্জন

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বান্দরবান জেলায় প্রথম স্থান অর্জন করেছে লামার কোয়ান্টাম কসমো স্কুল। জেনারেল শাখা থেকে ৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়।

এদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থান দখল করে।

এছাড়া, বান্দরবান জেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এবং তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল। এই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং উত্তীর্ণের হারকে ভিত্তি করে।

কোয়ান্টাম কসমো স্কুল দীর্ঘদিন ধরে বান্দরবান জেলায় ভাল ফলাফল প্রদর্শন করে আসছে। প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, "আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকে, যা তাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। এছাড়া, স্কুলের আবাসিক পরিবেশে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাও ফলপ্রসূ হয়েছে।"


স্কুলটির কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় এবার ৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছে এবং ১৪ জন জিপিএ-৫ পেয়ে স্কুলটির সুনাম আরও বৃদ্ধি পায়।

পার্বত্য চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন