নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৩ জুলাই) দুপুরে দুর্ঘটনাটি ঘটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম নিকুছড়ি বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৪২-৪৩ এর মাঝামাঝি, শূন্য রেখার কাছাকাছি এলাকায়। জানা গেছে, বাঁশ কাটতে গিয়ে মিয়ানমার সীমানার কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ওই ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর আহত হোসেন কোনোভাবে হেঁটে এসে পড়ে থাকেন নির্মাণাধীন সীমান্ত সড়কের ১৯ থেকে ২০ কিলোমিটার অংশের মাঝামাঝি। পরে সীমান্ত সড়কে কাজ করা শ্রমিকরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে কক্সবাজারের কুতুপালং এমএসএফ ফিল্ড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
আহত হোসেন কক্সবাজার জেলার উখিয়া থানার ৪ নম্বর হলুদিয়া ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। তিনি বাচা মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক।
এর আগে গত ২৬ জুন একই উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইন বিস্ফোরণে ইউনুস (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং ল্যান্ডমাইনের ঝুঁকি মোকাবেলায় সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
১০৭ বার পড়া হয়েছে