যুক্তরাজ্যে বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত বিমান

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যের ইংল্যান্ডের এসেক্স কাউন্টির সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে একটি ছোট আকারের যাত্রীবাহী উড়োজাহাজ। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি বিচক্র্যাফট বি ২০০ মডেলের। এটি সাধারণত ২ জন পাইলটসহ সর্বোচ্চ ৯ জন যাত্রী বহনে সক্ষম। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ঠিক কতজন আরোহী ছিলেন বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা— তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “রোববার বিকেল ৪টার দিকে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ সাউথএন্ড বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীরা পৌঁছেছে এবং তারা বর্তমানে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছেন। তাদের উপস্থিতি আরও কয়েক ঘণ্টা থাকতে পারে।”
পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষকে এ মুহূর্তে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
দুর্ঘটনার পরপরই এসেক্স কাউন্টি ফায়ারসার্ভিস ঘটনাস্থলে অগ্নিনির্বাপক কর্মীদের পাঠায়। পাশাপাশি দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে জানায়, একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ অন্তত চারটি অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, নিরাপত্তার স্বার্থে সাউথএন্ড বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত সকল ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
১২০ বার পড়া হয়েছে