চমকে দিল চেলসি, পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জয়ের উল্লাস

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
অপেক্ষা ছিল হাইভোল্টেজ এক ফাইনালের। দুই মহাদেশের দুই পরাক্রমশালী ক্লাবের লড়াই—ইংলিশ ক্লাব চেলসি বনাম ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
কিন্তু মাঠের লড়াইয়ে একচেটিয়া দাপট দেখালো চেলসি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজিকে।
রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই গোলের খেলা শেষ করে দেয় ইংলিশ ক্লাবটি। ম্যাচের ২২ ও ৩০ মিনিটে দুর্দান্ত দুই গোল করেন ইংল্যান্ডের উঠতি তারকা কোল পালমার। আর ৪৩ মিনিটে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো।
যদিও ম্যাচের পরিসংখ্যানে দেখা যায়, বল দখলের লড়াইয়ে পিএসজি ছিল অনেকটাই এগিয়ে। তারা ম্যাচের ৬৭ শতাংশ সময় বলের দখল রেখেছিল। কিন্তু বল দখলের সেই আধিপত্যকে কাজে লাগাতে পারেনি লুইস এনরিকের দল। অন্যদিকে, চেলসি কোচ এনজো মারেসকা কৌশলগত দিক থেকে একেবারে পরিপূর্ণভাবে ম্যাচটি নিয়ন্ত্রণে আনেন।
পিএসজির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে চেলসি ধারাবাহিকভাবে চালায় কাউন্টার অ্যাটাক। প্রতিটি গোলই আসে লম্বা পাস এবং দ্রুতগতির আক্রমণ থেকে। প্রতিবারই পিএসজির রক্ষণকে বিভ্রান্ত করে গোল আদায় করে নেয় ব্লুজরা।
তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছিল পিএসজি। ঘরোয়া লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতে আসা দলটির ফাইনালে ভরাডুবি তাই অনেককেই অবাক করেছে। বিপরীতে, প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করলেও ক্লাব বিশ্বকাপ জয় করে বড় ধরণের বার্তা দিল চেলসি।
এই জয়ে চেলসির শিরোপার সংখ্যা বাড়লো আরেকটি। ম্যাচ শেষে উদযাপনেও ছিল ফুটে ওঠা আত্মবিশ্বাসের চিত্র—ফুটবলে কল্পনার বাইরেও অনেক কিছু সম্ভব, সেটাই যেন আবারও প্রমাণ করলো ইংলিশ ক্লাবটি।
১০৪ বার পড়া হয়েছে