নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। রোববার (১৩ জুলাই) বিকেলে যুক্তরাজ্যের লন্ডনে একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বুহারির সাবেক মুখপাত্র গারবা শেহু এক সামাজিকমাধ্যম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮০-এর দশকে সামরিক শাসক হিসেবে 'ইস্পাত কঠিন' নেতৃত্বে নাইজেরিয়া শাসন করেন মুহাম্মাদু বুহারি। পরে নিজেকে একজন রূপান্তরিত গণতন্ত্রকামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে রাজনীতিতে ফেরেন। ২০১৫ সালে ইতিহাস গড়ে তিনি নাইজেরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম প্রেসিডেন্ট হন এবং পরপর দুই মেয়াদে, ২০২৩ সাল পর্যন্ত, দেশের নেতৃত্ব দেন।
বুহারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। এক বিবৃতিতে তিনি জানান, বুহারির স্ত্রীকে সান্ত্বনা জানানোর পাশাপাশি, ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে পাঠিয়ে মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক কার্যক্রম তদারক করার নির্দেশ দিয়েছেন।
বুহারির মৃত্যুতে নাইজেরিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক এই নেতার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করছেন দেশটির জনগণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
১০৫ বার পড়া হয়েছে