প্রবাস

কুয়ালালামপুরে পতিতালয়ে অভিযান: ১০ বাংলাদেশি নারী উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জালান পেতালিং এলাকার একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ মোট ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে, তারা জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছিলেন।

বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে এ অভিযান চালানো হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক ওয়ান সৌপি ওয়ান ইউসুফ জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত নারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।

একজন ভুক্তভোগী জানান, প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি তাকে বিক্রি করে দেয়। এরপর তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন খদ্দের পালানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থল থেকেই ১৬ জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়, যাদের মধ্যে নয়জন নেপালি, দুজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। প্রত্যেক খদ্দেরের কাছ থেকে গড়ে ৬০ রিঙ্গিত নেওয়া হতো বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের সময় তিনজন স্থানীয় ব্যক্তিকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ১২ ধারায় তদন্ত চলছে।

পতিতালয়টি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকত এবং মূলত পথচারীদের টার্গেট করেই দেহব্যবসা পরিচালনা করা হতো বলে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন