আব্দুল্লাহপুরে ছাত্র খুনের ঘটনায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আব্দুল্লাহপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৩ জুলাই) রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম।
গ্রেফতার চারজন হলেন—রাফসান জানি রাহাত (২৮), রাশেদুল ইসলাম (২০), কাওছার আহম্মেদ পলাশ (২৩) এবং চোরাই মোবাইল ব্যবসায়ী রাকিব ইসলাম (২৬)।
র্যাব জানায়, গত ১০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে ছিনতাইকারীরা মাহফুজুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর তার সঙ্গে থাকা মোবাইল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। আশপাশে কোনো সিসিটিভি না থাকায় ঘটনাটি ক্লু-লেস হয়ে পড়ে। তবে গোয়েন্দা নজরদারি চালিয়ে মোবাইলের সূত্র ধরে র্যাব একে একে চারজনকে গ্রেফতার করে।
প্রথমে মোবাইল ফোনটি বিক্রির সূত্র ধরে রাকিবকে গ্রেফতার করা হয়। রাকিবের দেওয়া তথ্যে টঙ্গীর মাজার বস্তি থেকে রাশেদ ও পলাশকে এবং একইদিন ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল চালক রাহাতকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এ চক্রটি পেশাদার ছিনতাইকারী। তারা মাদক সেবন করে ছিনতাইয়ে নামে এবং ধারালো অস্ত্র সংগ্রহ করতো মোবাইল ব্যবসায়ী রাকিবের কাছ থেকেই। মাহফুজ হত্যাকাণ্ড মাত্র ৩০-৬০ সেকেন্ডের মধ্যে সংঘটিত হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, ঘটনার দিন তারা রাজধানীর হাউজ বিল্ডিং ও কুর্মিটোলা এলাকায় আরও দুটি ছিনতাই করে।
মাহফুজুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হাতেম আলী কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
১২৫ বার পড়া হয়েছে