সর্বশেষ

ধর্ম

আগামী বছর হজের ব্যয় কমাতে নতুন পরিকল্পনা: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৬ সালের হজের খরচ আরও কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সেখানে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনার অভিজ্ঞতা, অর্জন এবং পরবর্তী বছরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।

উপদেষ্টা বলেন, “আমরা হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, সাশ্রয়ী এবং যাত্রীবান্ধব করার জন্য কাজ করে যাচ্ছি। ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান যেন বিঘ্ন না ঘটে, সেদিকেও আমরা নজর দিচ্ছি।”

তিনি জানান, আসন্ন নভেম্বরে সৌদি আরব সরকারের সঙ্গে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হবে, যাতে আগাম প্রস্তুতির সুযোগ থাকে এবং ব্যয় কমিয়ে আনা যায়।

২০২৫ সালে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালন করেছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট ১০ জুলাই শেষ হয়।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত সমস্যা ও পূর্ববর্তী অসুস্থতা।

প্রেস ব্রিফিংয়ে ড. খালিদ হোসেন বলেন, “গত বছরের মতো এবারও হজ ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তা, হজ মিশনের সদস্য, গণমাধ্যম এবং হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় ছিল প্রশংসনীয়। ভবিষ্যতেও একইভাবে সহযোগিতা পেলে আরও উন্নত ব্যবস্থাপনা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন