সংস্কারের বদলে ক্ষমতার ভাগে আগ্রহী : সাতক্ষীরায় নাহিদ ইসলাম

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
"দেশ সংস্কারের প্রস্তাবে নয়, তারা শুধু ক্ষমতার ভাগবাটোয়ারায় আগ্রহী"—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, "আমরা বিচার, নতুন সংবিধান ও জাতীয় পুনর্গঠনের আহ্বান জানিয়েছি, কিন্তু একটি পক্ষ এসব গণদাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়।"
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, "গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করতে তারা দু-তিনটি আসনের লোভ দেখিয়েছে, ক্ষমতার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিপ্লবীদের কেনা যায় না। যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিল, তাদের দমন সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে সক্রিয় রয়েছে।"
তিনি দাবি করেন, গত ৫ আগস্ট জাতীয় সরকার গঠনের আহ্বান জানানো হয়েছিল যাতে করে দেশে নতুনভাবে ঐক্যের মাধ্যমে পুনর্গঠন সম্ভব হয়। কিন্তু অন্য পক্ষ তা প্রত্যাখ্যান করে নির্বাচনের সময়সীমা নিয়েই ব্যস্ত থেকেছে। "আমরা বলেছিলাম, আমরা দেশের ভিতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা চাই, একটি নতুন বাংলাদেশ গড়তে,"—যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। এ সময় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল।
পথসভা শেষে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। পরে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এরপর নিউমার্কেট এলাকার আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।
১২৪ বার পড়া হয়েছে