খাগড়াছড়িতে জাতীয় যুব শক্তির সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় যুব শক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিপ্লবী ছাত্র ও জনতার অংশগ্রহণে জমজমাট পরিবেশের সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি। সঞ্চালনা করেন জেলা সংগঠক মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রাদিথ বিন জামান এবং এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক প্রতিনিধি অ্যাডভোকেট মঞ্জিলা আক্তার ঝুমা। এছাড়া বক্তব্য দেন জেলা সংগঠক আবদুর রহমান সাইদ, আকলিমা আক্তার, ফিমা ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “স্বৈরাচারের পতন ঘটলেও নতুন স্বৈরাচারী শক্তির উত্থান ঘটছে, যারা দেশে চাঁদাবাজি ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তবে বেশি দিন নয়, শিগগিরই এই ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে।”
তারা আরও বলেন, “যুব শক্তিকে অন্যায়ের বিরুদ্ধে সর্বত্র সোচ্চার হতে হবে। মাতৃভূমির স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রেখে, রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে সম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, “পাথর মেরে হত্যার মতো রাজনীতি কেউ চায় না। সুন্দর, স্বপ্নের বাংলাদেশ গড়া না পর্যন্ত ঘরে ফেরা হবে না—এই প্রত্যয় নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
১৬০ বার পড়া হয়েছে