সর্বশেষ

সাহিত্য

কবিতা আমাকে বিয়ে করবে কি?

বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায়

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কবিতা শুনছো কি তুমি,
আমার মনের এই আকুতি?

তোমার প্রেমে মগ্ন আমি,
খুঁজি শুধু তব তৃপ্তি।

 

ফুলের মতো স্নিগ্ধ তুমি,
চাঁদের মতো রূপ তোমার,
মন কেড়েছো, প্রাণ কেড়েছো,
তুমিই জীবনে সব আমার।

 

এই জীবনের পথে কবিতা ,
যদি হও আমার সাথী,
দুঃখ-সুখে, পাশে রবো আমি,
চিরদিন তোমারই হবো অনুরাগী।

 

হাতটি ধরে চলো কবিতা ,
গড়ি এক নতুন ভুবন,
ভালোবাসার পরশ দিয়ে,
রাঙিয়ে দেব জীবন।

 

তোমার মুখটি ভাসে হৃদয় আয়নায়
স্বপ্ন দেখি সকাল-সন্ধ্যায়,
বিয়ে করবে কি আমায় কবিতা,
দেবে কি তবে সেই অনুমতি?

 

এক ছাদের নিচে বাঁধবো বাসা,
দেবে কি তুমি, সেই ভরসা?
তোমার হাতেই সঁপে দিতে চাই,
আমার এই জীবন-তরী।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন