সর্বশেষ

সারাদেশ

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক রায়হান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহত সাকিব শেখ উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক রায়হান বরিশাল জেলার বাসিন্দা আরিফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে মামাবাড়িতে থেকে আসছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাকিব ও মানিক। ওই সময় পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে তারা কখন পুকুরে পড়ে যায়, তা কেউ খেয়াল করেননি। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে একজন শিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। এরপর তল্লাশি চালিয়ে অপর শিশুটির মরদেহও উদ্ধার করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান রোববার (১৩ জুলাই) সকালে গণমাধ্যমকে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সাকিব ও মানিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শোকাহত পরিবার ও স্থানীয়দের মাঝে এই ঘটনা গভীর বেদনার ছায়া ফেলেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন