জাতীয়
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।
সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বের মেয়াদ আরও ২ মাস বাড়ল

স্টাফ রিপোর্টার
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।
রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে চলতি বছরের ১৩ মে থেকে প্রথম দফায় দুই মাসের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ (১৩ জুলাই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা আগামী দুই মাসও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এ ক্ষমতা বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা সরকারের নির্ধারিত দায়িত্ব পালনের সময় প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর