সর্বশেষ

সারাদেশ

সাদিয়ার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার টিকোরি গ্রামের গৃহবধূ সাদিয়া খাতুনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও প্রধান অভিযুক্ত স্বামী সাব্বির হোসেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার দাপুনিয়া আক্তারের ঢাল এলাকায় সাদিয়ার পরিবারের সদস্য ও এলাকাবাসী এই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে নিহতের বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, স্থানীয় ব্যক্তিত্ব আনারুল ইসলাম, আমিরুল ইসলাম ও সাইদুল রহমানসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, “হত্যার পর মামলা হলেও আসামি সাব্বির এখনও প্রকাশ্যে ঘুরছে। অথচ পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে টিকোরি গ্রামের প্রবাসী সোহেল মোল্লার মেয়ে সাদিয়ার বিয়ে হয় পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের সালাম প্রামানিকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই সাদিয়ার ওপর যৌতুকের চাপ তৈরি করে স্বামী ও তার পরিবার। টাকা দিতে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে সাদিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

গত ২৬ জুন রাতে সাদিয়াকে মারধর করা হয়, এবং একপর্যায়ে সে মারা যায়। এরপর ঘটনার ধামাচাপা দিতে সাব্বির নাটকীয়ভাবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। সেই থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা পলাতক।

এ ঘটনায় গত ৫ জুলাই সাদিয়ার মা ডলি বেগম পাবনা সদর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৮)। মামলায় স্বামী সাব্বির হোসেন ছাড়াও তার বাবা, মা ও দুই ভাইকে আসামি করা হয়।

তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “পুলিশ আসামিদের গ্রেপ্তারে নিস্ক্রিয় নয়। ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন