সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া পৌরসভায় পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনে নাগরিক সেবা ব্যাহত

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন।

তবে প্রশাসকের মূল দায়িত্ব শিক্ষা ও আইসিটি সংক্রান্ত হওয়ায় পৌরসভার অতিরিক্ত দায়িত্ব পালনে তিনি পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এর ফলে পৌর নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক মেরামতসহ দৈনন্দিন নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে।

এ অবস্থার মধ্যে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা তাদের বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১৩ জুলাই আন্দোলনে নেমেছেন। তারা পৌরসভার মূল ফটকের সামনে ময়লা-আবর্জনা ফেলে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। তারা আন্দোলনে থাকায় শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। পরিচ্ছন্ন কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় বাধ্য হয়ে তারা এ ধরনের আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে, প্রশাসক একাধিক দায়িত্ব পালনের কারণে পৌরসভার জরুরি সমস্যাগুলো দ্রুত সমাধান হচ্ছে না বলে নাগরিকদের অভিযোগ। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে জন্ম-মৃত্যু সনদ ও নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে। অনেকেই বলছেন, নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা কমে গেছে। এতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নাগরিক ভোগান্তি বাড়ছে।

স্থানীয়রা দ্রুত নির্বাচিত মেয়র অথবা একটা স্থায়ী প্রশাসক নিয়োগ দিয়ে পৌরবাসীদের দুর্ভোগের হাত থেকে রক্ষা এবং পরিচ্ছন্ন কর্মীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন