সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি বসতকারীদের হাতে আমেরিকান নাগরিক নিহত, পরিবারের যুক্তরাষ্ট্রের তদন্ত দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের হামলায় নিহত হয়েছেন ফ্লোরিডার ট্যাম্পা শহরের বাসিন্দা ২০ বছর বয়সী আমেরিকান নাগরিক সাইফুল্লাহ কামেল মুসাল্লাত।

পরিবারের দাবি, সিনজিল গ্রামে জমি রক্ষার চেষ্টা করার সময় ইসরায়েলি বসতকারীরা তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করে।

হামলার পর প্রায় তিন ঘণ্টা ধরে তাকে চিকিৎসা সহায়তা পেতে বাধা দেয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন।

নিহতের পরিবার এই ঘটনাকে “অকল্পনীয় দুঃস্বপ্ন” বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ হামলাকারীদের সুরক্ষা দেয় এবং বিচারহীনতার পরিবেশ বজায় রাখে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তবে তারা তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা ও জমি দখলের ঘটনা সম্প্রতি বেড়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন