সর্বশেষ

আন্তর্জাতিক

পিকেকে নিরস্ত্রীকরণ তুরস্কের ইতিহাসে ‘নতুন অধ্যায়’ উন্মোচন করেছে: এরদোয়ান

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে।

দীর্ঘ চার দশকের সংঘাতের পর ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে অস্ত্র পরিত্যাগের ঘোষণা দেয়।

এই উপলক্ষে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “গতকাল থেকে সন্ত্রাসের অভিশাপ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ একটি নতুন দিন, ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।” তিনি আরও বলেন, এই বিজয় শুধু তুর্কিদের নয়, বরং দেশের সকল নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ অর্জন।

১৯৮৪ সাল থেকে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছিল, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। নিরস্ত্রীকরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তুরস্কের সরকার ও আন্তর্জাতিক মহল। পিকেকে-র পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এখন থেকে গণতান্ত্রিক ও আইনগত পথে তাদের অধিকার আদায়ের চেষ্টা চালাবে।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন