আন্তর্জাতিক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় একদিনেই অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ১১০ জন নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় একদিনেই অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
নিহতদের মধ্যে নারী ও শিশুসহ মানবিক সহায়তা নিতে আসা বহু সাধারণ মানুষ রয়েছেন।
বিশেষ করে রাফাহর কাছে একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।
গাজায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক মহল দ্রুত সমাধানের আহ্বান জানালেও সংঘাত ও প্রাণহানি অব্যাহত রয়েছে।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর