সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬০ ফিলিস্তিনি নিহত, আহত ২৭

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শনিবার (১২ জুলাই) ভোর থেকেই গাজার রাফাহ শহরের উত্তরে আল-শাকুশ ত্রাণকেন্দ্রের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়।

এতে কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ত্রাণপ্রার্থীদের মধ্যে ২৭ জন আহত হয়েছে বলে জানাচ্ছে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি।

চিকিৎসা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দুর্ভিক্ষ ও খাদ্য সংকটে আক্রান্ত শত শত মানুষ কেন্দ্রের আশেপাশে জড়ো হয়েছিল খাবার পাওয়ার আশায়। তারই মাঝে ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ছয় সপ্তাহে গাজায় ত্রাণের জন্য অপেক্ষার সময় প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, সেই একই সময়কালে ৬ লাখ ৫০ হাজার শিশুসহ লাখ লাখ মানুষকে ‘দুর্ভিক্ষের মুখে বসতে হয়েছে’ বলে গণ্য করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা আরও জানায় যে, ইসরায়েলি বাহিনী ১০৩ দিনের কঠোর অবরোধ অব্যাহত রাখছে—সকল ক্রসিং বন্ধ করে দিয়েছে, খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে। এ অবরোধকে তারা ‘আধুনিক যুগের সবচেয়ে নৃশংস ধরনের অপরাধ’ হিসেবে বিবেচনা করছেন।

সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই তিন দিনে আমরা খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসার গুরুতর অভাবে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে দেখেছি। দুর্ভিক্ষজনিত রোগে অন্তত ৬৭ জন শিশু মারা গেছে, এবং প্রায় ১২.৫ মিলিয়ন মানুষ ‘বিপর্যয়কর ক্ষুধা’য়ের মধ্যে রয়েছেন।”

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন