সর্বশেষ

সাহিত্য

বিবেকের হাতছানি

লাকি জাদু
লাকি জাদু

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যে তুমি আমায় চেনোই না,
জানোও না, ব্যক্তিত্ব, কিছুই,
সামনে হতে দেখোনি কখনও
কি তার রং, কি চলন বলন।

তাহলে কেন গল্পে
কল্প-কাহিনীর রং ছিটিয়ে
আমায় নিয়ে সাদায়
অযথা কাঁদা মাটিতে সমালোচনা?

যে তুমি ছুঁয়েই দেখোনি এ মন
সুযোগও পাওনি- কখনও দূর হতে
শরীর ছোঁয়ার বাসনাটুকু প্রকাশেরও।
তবে, কি এমন গোপন সুখ পাও?
অন্যের কানে মুহূর্তেই নগ্ন আমায়
এর ওর সাথে গুলিয়ে, মিলিয়ে,
তুলনায় চরিত্রে করে কালিলেপন।

কল্প-কাহিনির গল্পে অন্যকে ক্ষুদ্র
করার যে নেশা, নোংরা প্রয়াস
তাতে নিজেকে কতটা নিমজ্জিত
করে বিবেককে করেছো বিনাশ।
বিবেকের হাতছানি নাই'বা আছে
মনুষ্যত্ব ভূলন্ঠিত অর্থের কাছে
মুখোশের আড়ালে পশুর বসবাস।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন