ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১ জন

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ হাজার ৪৬০ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
বরিশাল বিভাগে (সিটি ছাড়া): ১২৮ জন
চট্টগ্রাম বিভাগে (সিটি ছাড়া): ৪১ জন
ঢাকা বিভাগে (সিটি ছাড়া): ৩৯ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৬৩ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২০ জন
খুলনা বিভাগে (সিটি ছাড়া): ৩০ জন
রাজশাহী বিভাগে (সিটি ছাড়া): ৫৭ জন
ময়মনসিংহ বিভাগে (সিটি ছাড়া): ১১ জন
রংপুর বিভাগে: ২ জন ভর্তি হয়েছেন।
এদিকে, একই সময়ে ৩৫৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে, বছর শুরু হওয়ার পর থেকে মোট ১৩ হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে আক্রান্তদের মধ্যে ৫৯.১ শতাংশ পুরুষ এবং ৪০.৯ শতাংশ নারী।
২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১,৭০৫ জনের, আক্রান্ত হন ৩,২১,১৭৯ জন
২০২৪ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৫৭৫ জন এবং ১,০১,২১৪ জন
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির মৌসুমে এডিস মশার বিস্তার দ্রুত বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ অবস্থায় জনসচেতনতা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার তাগিদ দিচ্ছেন তারা।
১১৬ বার পড়া হয়েছে