সর্বশেষ

সারাদেশ

হিলি বন্দরে বেড়েছে কাঁচা মরিচ আমদানি, বাজারে স্বস্তি

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের দ্রুত পদক্ষেপে ভারত থেকে আমদানি বেড়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

এতে খুচরা বাজারে কমেছে মরিচের দাম, মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে কমেছে প্রায় ৮০ টাকা।

যেখানে কিছুদিন আগেও এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ২৫০ টাকায়, সেখানে এখন তা ১৩০ থেকে ১৩৫ টাকায় নেমে এসেছে।

আমদানিকারক প্রতিনিধি রাজু হাসান জানান, চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের উৎপাদন ব্যাহত হয়। দেশীয় সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় বাজারে দামে হঠাৎ উল্লম্ফন ঘটে। তিনি বলেন, "সরকার আমদানির অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার হিলি বন্দর দিয়ে ভারতের মরিচ আসা শুরু হয়। আজ আমাদের প্রথম চালান এসেছে, বাজারে সাড়া ভালো।"

আরেক আমদানিকারক রাশেদ জানান, শনিবার দুপুর পর্যন্ত হিলিতে পাঁচটি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ এসেছে। দেশজুড়ে পাইকাররা হিলিতে এসে মরিচ কিনছেন।

ঢাকা থেকে হিলিতে মরিচ কিনতে আসা পাইকারি বিক্রেতা জাহিদ ইকবাল রানা জানান, "আজ এক ট্রাক মরিচ কিনেছি, ঢাকায় পাঠাবো। আমদানিকারকেরা প্রতি কেজিতে ১৪০ টাকা দাম রাখছেন। মরিচের মান খুব ভালো। বৃহস্পতিবার এই একই মরিচের দাম ছিল ২০০ টাকার ওপরে।"

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, "কাঁচা মরিচ পচনশীল পণ্য হওয়ায় আমদানির পর দ্রুত শুল্কায়ন সম্পন্ন করে পণ্য ছাড় দেয়া হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৫০ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে। সরকার এতে কেজিপ্রতি ৩৭ টাকা করে শুল্ক পাচ্ছে।"

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন