সোহাগ হত্যায় রাজনৈতিক নয়, আর্থিক দ্বন্দ্বই মূল কারণ: পুলিশ

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড আর্থিক লেনদেন ও ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরেই ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
এখন পর্যন্ত এ ঘটনায় র্যাবের হাতে দুজন ও পুলিশের হাতে তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, একটি অপরাধ হিসেবেই দেখছি। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আমাদের বিবেচ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা।”
ডিসি জসিম উদ্দিন জানান, মিটফোর্ড এলাকার একটি ভাঙারি দোকান ঘিরে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ওই ব্যবসায় অংশগ্রহণ ও লেনদেন নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। মামলা নিতে চায়নি— এমন অভিযোগ ভিত্তিহীন।”
পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের এ পর্যায়ে চাঁদাবাজির কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। সোহাগের পূর্বের কর্মকাণ্ডও খতিয়ে দেখা হচ্ছে, যাতে হত্যার পেছনে অন্য কোনো সম্ভাব্য কারণ থাকলে তা বের করা যায়।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
১২২ বার পড়া হয়েছে