সর্বশেষ

প্রবাস

শতাধিক পাসপোর্টসহ মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি আটক 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভিসা নবায়নের নামে প্রতারণার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

অভিযানে তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্টসহ বিভিন্ন দেশের আরও কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, দুই সপ্তাহের নজরদারির পর বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের জালান পুডু এবং আমপাং বারু এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।

জালান পুডুর একটি অফিসে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে। অভিবাসন বিভাগ জানায়, তাদের মধ্যে একজন সিন্ডিকেটের মূলহোতা, অপর দুইজন সহায়তাকারী। এ সময় ১৩০টি বাংলাদেশি, ৩টি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনজনেরই মালয়েশিয়ার নির্মাণ খাতের বৈধ কর্মী ভিসা রয়েছে।

বিভাগ আরও জানায়, ‘জাকির’ নামে পরিচিত এই সিন্ডিকেট জনপ্রতি আড়াই হাজার থেকে ছয় হাজার রিঙ্গিত পর্যন্ত নিয়ে ভুয়া ওয়ার্ক পারমিট নবায়নের কাজ করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় বিদেশি শ্রমিকদের টার্গেট করে প্রতারণা চালিয়ে আসছিল। আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

একই দিনে আমপাং বারু এলাকায় আরও একটি অভিযানে ‘শহীদ’ নামের আরেকটি ভিসা প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের কাছ থেকে একটি করে পাকিস্তানি, ভিয়েতনামি, মিয়ানমার, বাংলাদেশি ও শ্রীলঙ্কান পাসপোর্ট, ২৪টি সন্দেহজনক মালয়েশিয়ান পাস স্টিকার এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন