সর্বশেষ

সারাদেশ

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহ উপজেলায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার আলী (৩৫) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে মাহমুদপুর ইউনিয়নের আদবারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আলী নেত্রকোনা জেলার শ্যামগঞ্জ এলাকার আবুল হাদির ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়ির বৈদ্যুতিক মিটার লাইন মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কাওসার। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মমিনুর রহমান বিশ্বাস জানান, কাওসার একটি বাড়ির মিটার লাইন সংস্কারের সময় দুর্ঘটনার শিকার হন। তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি প্রাণ হারান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন