সর্বশেষ

সাহিত্য

আমি একজন মানুষ খুঁজি

মঈনুল রনি
মঈনুল রনি

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমি একজন মানুষ খুঁজি!

চোখ, হাত, মুখ, পা থাকলেই কি মানুষ হয়?
দৈহিক অবয়বেই কি মানুষ হওয়া যায়?

আমি মানুষরূপী হায়েনাদের দেখি
দেখি আমি মানুষরূপী পশুদের লোলুপ দৃষ্টি
আর হিংস্র ভয়ঙ্কর থাবা;


চারিপাশে শুধু গোগ্রাসে নিজের আবেগ,
বিবেক আর মনুষ্যত্বকে গিলে ফেলা প্রাণ
যেনো পশুত্ব বাসা বেঁধেছে বট গাছের মতো!


আমি দেখি বেহায়াদের চিৎকার
জনম পাপীদের হুংকার আর
অপরাধীদের আস্ফালন;


দেখি ভালোদের হারিয়ে যাওয়া,
নির্মমতা আর বর্বরতা ঘিরে ধরা সমাজ জাতি দেশ আর বিশ্ব।


আমি যান্ত্রিকতার ভিড়ে মমতা খুঁজি
অপলক চোখে শূন্যে হাতড়ে বেড়াই
ঘৃণার সমুদ্রে দু'ফোঁটা নিষ্প্রাণ অর্থহীন জল ফেলি
খুঁজি বেশ্যা বাজারে চরিত্রবান মহামানব!


অসহায় আত্মসমর্পন আমায় জ্বালাতন করে
ভালোবাসা, দেশপ্রেম আর ধর্ম ডুকরে কেঁদে মরে।


আমি প্রেম খুঁজি, প্রাণ খুঁজি, ভালোত্ব আর মনুষ্যত্ব খুঁজি
আমি একজন মানুষ খুঁজি, মানুষ।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন