জীবনটা খুব ছোট কিন্তু...

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জীবনের গল্পটা অনেক বড়,
জীবনে সুখ চাওয়া খুব সহজ,
কিন্তু পাওয়াটা খুব কঠিন...
বিশ্বাস করুন,
ভালোবাসা প্রমাণ করতে কিংবা বুঝতে গিয়ে যদি অভিমানে দূরত্ব বাড়ান,
তবে নিশ্চিতভাবেই আপনি হেরে যাবেন!
কেননা সত্যিকার ভালোবাসা অনুভব করা যায়।
আর যে ভালোবাসা আপনি অনুভবই করতে পারছেন না,
সেখানে কোনো প্রকার সন্দেহ না রেখেই, সরে আসা উচিত।
যদি অভিমানে নিজেকে আড়াল করে ভালোবাসা বুঝতে চেষ্টা করেন,
তবে তাতে কোনো ফায়দা নেই।
যে কাছে থাকতেই আপনার গুরুত্ব বোঝে না,
আপনাকে সময় দেয় না, কথা বলে না,
অভিমানে আপনি যতই নিজেকে আড়াল করে রাখুন না কেন,
সে আপনাকে কষ্ট করে খুঁজতে যাবে না।
অভিমানে ভালোবাসা বাড়ে।
তবে সব সম্পর্কেই নয়।
আপনি যদি অবহেলা পেয়ে নিজেকে সরিয়ে নিয়ে আসতে চান,
তবে সেখানে ফেরার আর আশা রাখবেন না৷
কোনো প্রয়োজন নেই।
সে ঠিক আপনাকে কতটা ভালোবাসে,
কতটা গুরুত্ব দেয়,
এটা বুঝতে অভিমান করার প্রয়োজন নেই।
অভিমানে দূরত্ব সেই সম্পর্কেই বেড়ে যায়,
যেখানে অবহেলা পাওয়া আর গুরুত্বহীন হতে হয়!
সত্যিকার ভালোবাসা বোঝা যায় কিংবা টের পাওয়া যায়।
যে ভালোবাসে,
তার পাগলামি, ব্যবহার এবং আচরণেই স্পষ্ট বুঝতে পারবেন৷
আবার যে ভালোবাসে না,
সেটাও খুব সহজে বুঝতে পারবেন।
১৫৫ বার পড়া হয়েছে