সাহিত্য

বর্ষার আগমন

বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায়

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আকাশ জুড়ে ঘন কালো সাজ,
এই আসে বুঝি ধরায় বর্ষা আজ।

ধুলোমাটি ধুয়ে যায় শ্রাবণের ধারায়,
সবুজ পাতারা যেন পায় নতুন জীবন।

 

কদম আর কেয়া ফোটে, হাসে বুনো ফুল,
নদী-নালা ভরে ওঠে, ভাঙে বাঁধের কূল।

 

তবু যেন বর্ষার ছোঁয়ায় প্রকৃতি হাসে,
তপ্ত দিনের শেষে, শীতল পরশ আনে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন