সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে কোটি টাকার পণ্যসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে একটি ট্রাকসহ প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

অভিযানে তিনজনকে আটক করা হয়। বুধবার (১০ জুলাই) রাত ও বৃহস্পতিবার (১১ জুলাই) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ বোতল ভারতীয় চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ সময় ট্রাকটিও আটক করা হয় যার নম্বর ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭। ওই ট্রাকটি বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য ভারতে সরবরাহ শেষে ফেরার পথে অবৈধভাবে রেনু পোনা নিয়ে আসে। জব্দকৃত রেনু পোনা ও ট্রাকের যৌথ মূল্য প্রায় ৮৪ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে তরিকুল ইসলাম (২০) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে জব্দকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একইদিন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ঘোনা, চান্দুড়িয়া, মাদরা, পদ্মশাখরা ও ভোমরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয় এবং ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ওষুধসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এসব অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত পথে ভারতীয় মালামাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এতে করে দেশের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। মাদকের চালান সংক্রান্ত তথ্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংরক্ষণ করে জনসম্মুখে ধ্বংসের জন্য সংরক্ষণে নেওয়া হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন