আন্তর্জাতিক
ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নয়াদিল্লিতে চারতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১২ জুলাই) সকালে স্থানীয় সময় সাতটার কিছু পর এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। কাজ করছে সাতটি ফায়ার টেন্ডারসহ একাধিক দল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, কীভাবে ভবনটি ধসে পড়ল, তা এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসনের বরাতে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অন্তত তিনজন ভবনের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর