কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় কলারোয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিব বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. ইউনুসের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশা সৃষ্টি করেছে।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। সঞ্চালনায় ছিলেন উপজেলা কমিটির সদস্য আব্দুর রকিব মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১১৮ বার পড়া হয়েছে