সর্বশেষ

আন্তর্জাতিক

তদন্তে উঠে এলো এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171-এর সাম্প্রতিক ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য উড্ডয়নের মাত্র তিন সেকেন্ড পরই বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে দ্রুত উচ্চতা হারিয়ে নিচে নেমে আসে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি।

শনিবার (১২ জুলাই) ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদনে জানানো হয়, দুইটি জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ (ফুয়েল কন্ট্রোল সুইচ) একযোগে “চালু” (On) থেকে “বন্ধ” (Cutoff) অবস্থায় চলে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায়, এক পাইলট অপর পাইলটকে প্রশ্ন করছেন—“তুমি জ্বালানি বন্ধ করেছ কেন?” জবাবে অপরজন জানান, তিনি কোনো সুইচ স্পর্শ করেননি। তবে এই কথোপকথন ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসারের, তা প্রতিবেদনে নির্দিষ্ট করা হয়নি। এমনকি কে ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন, তাও স্পষ্ট নয়।

বিমান নিরাপত্তা বিশ্লেষক জন কক্স বলেন, “এই ধরনের জ্বালানি সুইচগুলো খুব সহজে সরানো যায় না। তাই ভুল করে নাড়ানো প্রায় অসম্ভব।”
নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড সোসিও বলেন, “দুটি ইঞ্জিনের ফুয়েল কাটঅফ সুইচ অনিচ্ছাকৃতভাবে একসঙ্গে বন্ধ হওয়া অত্যন্ত বিরল ঘটনা।”

এই সুইচগুলো সাধারণত বিমান রানওয়ে ত্যাগের পর কিংবা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতিতে ‘কাটঅফ’ করা হয়। কিন্তু AI171 ফ্লাইটে এমন কোনো জরুরি অবস্থা ছিল না বলেই জানা গেছে।

তদন্ত সংস্থাটি জানিয়েছে, বর্তমান পর্যায়ে এয়ারক্রাফট নির্মাতা বোয়িং বা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হচ্ছে না। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

দুর্ঘটনাকবলিত বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক। এছাড়া, বিমানটি ভূপতিত হওয়ার সময় মাটিতে থাকা আরও কয়েকজন নিহত হন, যাদের অধিকাংশই স্থানীয় একটি মেডিকেল কলেজের হোস্টেলবাসী ছিলেন। সর্বমোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “আমরা AI171 ফ্লাইট দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করছি এবং তদন্তের সঙ্গে আমরা পূর্ণ সহযোগিতা করছি।”

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন