সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে শফিকুল ইসলাম (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে শফিকুলসহ কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারত থেকে গরু আনার উদ্দেশ্যে গমন করেন। এ সময় ভারতের অভ্যন্তরে অবস্থানরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে শফিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, “নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটেছে।”
সীমান্ত এলাকায় প্রাণহানির এ ধরনের ঘটনা নতুন নয়, যা দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছে।
১১৮ বার পড়া হয়েছে