সর্বশেষ

জাতীয়

যাত্রাবাড়ীতে গ্যাস বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ, শুক্রবার (১১ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাড়ে তিন বছর বয়সী শিশু রাফিয়া।

এর আগে একই ঘটনায় প্রাণ হারান তার বাবা রিপন (৪০) ও মা ইতি আক্তার (৩৫)।

ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটের দিকে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদরাসা গলির একটি ছয়তলা ভবনের নিচতলায়। পরিবারটি বাসার ভেতরে মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজনই গুরুতর দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৩০ মিনিটে মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাসলিমা মনি জানান, বিস্ফোরণের পরপরই ধোঁয়ায় ঢেকে যায় পুরো ঘর। এলাকাবাসী দ্রুত এগিয়ে গিয়ে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসাবধানতা ও গ্যাস লাইন লিকেজের মতো অবহেলার কারণে একটি গোটা পরিবার বিলীন হয়ে গেল—এ নিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তারা।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন