সর্বশেষ

পর্যটন

পাহাড়ধসের শঙ্কায় লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈরী আবহাওয়ায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধস ও প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার সব পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, ‘‘কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টগুলোতে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে উপজেলার পর্যটনকেন্দ্রগুলোর অন্তত ৬০-৬৫টি রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্টগুলো খুলে দেওয়া হবে।’’

এর আগেও চলতি বছরের ১ জুন বৈরি আবহাওয়ার কারণে একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল প্রশাসন।

প্রসঙ্গত, লামা উপজেলার দুর্গম মিরিনজা পাহাড়, সুখিয়া ভ্যালি, মাতামুহুরী নদীর পয়েন্টসহ বিভিন্ন মনোরম স্থানে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। প্রতিদিন এসব স্থানে দেশি-বিদেশি বহু পর্যটক ভ্রমণে আসেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পর্যটন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন