সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদান বিতরণ: ৫৯ জন পেলেন চেক

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ তহবিল থেকে জেলার বিভিন্ন শ্রেণির সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আরা নিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ৫৯ জনকে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার টাকা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, "এই অনুদান যেন যথাযথভাবে এবং প্রয়োজনীয় খাতে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।"

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর মো. আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা।

অনুদানপ্রাপ্তদের অনেকেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের প্রয়োজন মেটাতে কতটা সহায়ক হবে তা তুলে ধরেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন