সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৭, কঠিন পর্যায়ে যুদ্ধবিরতির আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় অন্তত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ৬০ দিনের সাময়িক যুদ্ধবিরতির আলোচনা চলছে। তবে সেনা প্রত্যাহার ও জিম্মি বিনিময় নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় আলোচনা জটিল পর্যায়ে রয়েছে।

গাজায় চলমান সংঘাতে মানবিক সংকট আরও গভীর হয়েছে। খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, হাজার হাজার মানুষ অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনো কোনো সমাধান আসেনি।

গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয় ও আন্তর্জাতিক মহল।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন