সর্বশেষ

সারাদেশ

কাপ্তাই হ্রদে বৃষ্টিতে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ ২১২ মেগাওয়াট

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়ে গেছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিট চালু করে সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।

এই বিদ্যুৎ ইতোমধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার (৯ জুলাই) রাতে হ্রদের পানির উচ্চতা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাওয়ায় পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়। তিনি বলেন,

"১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪৬ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে সর্বমোট ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।"
তিনি আরও জানান, পানি কম থাকায় এতদিন কেন্দ্রটির সব ইউনিট একসাথে চালু করা সম্ভব হয়নি। তবে চলতি বছরের এপ্রিলের পর বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে হ্রদের পানির স্তর বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২ জুন থেকে পর্যায়ক্রমে চারটি ইউনিট চালু করা হয়, আর এখন চালু হলো সবকটিই।

বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৯৬.৪১ ফুট এমএসএল, যেখানে রুলকার্ভ অনুযায়ী এই সময়ের জন্য নির্ধারিত উচ্চতা ৮৫.২৮ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা হলো ১০৮ ফুট এমএসএল।

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে জাতীয় গ্রিডে বড় ধরণের সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন