এবার ইংরেজিতে ফেল করলেন ৫২ বছর বয়সী সেই ইউপি সদস্য

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জীবনে কোনো বয়সই বাধা নয়, প্রমাণ করেছেন নাটোরের বাগাতিপাড়ার ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। বয়স যখন ৫২, তখন আবারো বই-খাতা হাতে নিয়ে এসএসসি পরীক্ষার আসনে বসেছেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর ফের কলম ধরলেও একটি বিষয়ের জন্য পূর্ণ সাফল্য ধরা দেয়নি—ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন তিনি।
তবুও দমে যাননি দুলু। নিজের স্বপ্নপূরণে আরও একবার পরীক্ষা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন।
“পরিবারের সবাই শিক্ষিত, শুধু আমি পিছিয়ে ছিলাম। এবার চেষ্টা করলাম, হয়নি। তবে হাল ছাড়ছি না। ইংরেজিতে পাস করেই ছাড়ব,” বলেন তিনি।
দেলোয়ার হোসেন দুলু বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। ছোটবেলায় লেখাপড়ায় বেশ আগ্রহী ছিলেন তিনি। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পান। ১৯৯০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বহিষ্কার হন তিনি। মানসিকভাবে ভেঙে পড়েন, সেখানেই থেমে যায় তার শিক্ষাজীবন।
তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে জয়ী হয়ে ফিরে পান আত্মবিশ্বাস। নিজের অপূর্ণ স্বপ্ন পূরণে আবারও সিদ্ধান্ত নেন পড়াশোনায় ফেরার। রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখী দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করেন এবং ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন।
সব বিষয়েই ভালো ফল করলেও ইংরেজি তার পথরোধ করে দাঁড়িয়েছে।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “এই বয়সে বই-খাতা হাতে নিয়ে পরীক্ষায় বসা সহজ নয়। দুলু প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়। তার প্রচেষ্টা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
১২৯ বার পড়া হয়েছে