জাতীয়
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে ১৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে ১৪ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে ২৮১টি নমুনা পরীক্ষায় এ ১৪ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ।
অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২০ লাখ ৫২ হাজার ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সামগ্রিক শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর