সর্বশেষ

জাতীয়

পাসের হার কম তাই মিষ্টি বিলানোর 'মুডে' নেই : দোকানদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুপুর ২টায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও রাজধানীর মিষ্টির দোকানগুলোতে সে রকম কোনো উৎসবের আমেজ ছিল না।

আগের মতো বেচাকেনা বাড়েনি, অনেক দোকানে বিক্রি ছিল একেবারেই কম।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু মিষ্টির দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়া, পাসের হার কমে যাওয়া ও ভালো ফলাফলের হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় এবার বিক্রিতে প্রভাব পড়েছে।

ফুলকলির রামপুরা শাখার ম্যানেজার মোহাম্মদ রনি বলেন, ‘ক্রেতা দেখে বোঝার উপায় নেই যে আজ এসএসসির ফল বেরিয়েছে। আগেও যেমন টুকটাক বিক্রি হতো, এখনো তেমনই হচ্ছে। এখন আর রেজাল্টের আমেজ মিষ্টির দোকানে পড়ে না।’

মধুবন, ফুলকলি, রাজভোগ, মুসলিম সুইটস, মিঠাই—রাজধানীর এসব জনপ্রিয় ব্র্যান্ডের দোকানে ঘুরে দেখা গেছে, সাধারণ দিনের মতোই বিক্রি চলছে। তবে বিজয়নগরের মুসলিম সুইটসে কিছুটা ব্যতিক্রম দেখা যায়।

মুসলিম সুইটসের অপারেশনাল ম্যানেজার শাওন রহমান জানান, ‘রেজাল্টের দিন সাধারণত ১ থেকে দেড় লাখ টাকা বেশি বিক্রি হয়। এবারও একটু বেশি বিক্রি হচ্ছে, তবে আগের মতো ভিড় বা লাইন নেই।’

মিঠাই-এর ইনচার্জ সাগর শিল জানান, ফল প্রকাশ উপলক্ষে দ্বিগুণ পরিমাণ পণ্য স্টক রেখেছেন তারা। তিনি বলেন, ‘আবহাওয়া ভালো থাকলে বিক্রি বাড়বে বলে আশা করছি।’

আদি টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারের গৌতম ঘোষ বলেন, ‘বৃষ্টির কারণে যেটুকু বিক্রি হতো সেটাও হয়নি। কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় অতিরিক্ত মিষ্টি তৈরিও করিনি।’

রাজভোগ সুইটসের ম্যানেজার সফিউল আলম বলেন, ‘পাসের হার কম হওয়ায় অনেকেই হয়তো উদ্‌যাপনের মুডে নেই। তার প্রভাব পড়েছে বিক্রিতে।’

এদিকে, রাজধানীর এসব দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে ৪৪০ থেকে ৯৬০ টাকা কেজি দরে।

বৃষ্টি ও যানজটের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কম থাকলেও কেউ কেউ সন্তানের সাফল্য উদ্‌যাপন করতে এসেছেন মিষ্টি কিনতে। পল্টনে এক দোকানে মিষ্টি কিনতে আসা আফরোজা বেগম বলেন, ‘অফিস থেকে ছুটি নিয়ে ছেলের রেজাল্টের খুশিতে বাসায় ফিরছি। মিষ্টি না নিলে চলে? বাসা, প্রতিবেশী আর আত্মীয়দের জন্য নিচ্ছি।’

এক সময় রেজাল্ট প্রকাশের দিনগুলোতে যেভাবে মিষ্টির দোকানে ভিড় লেগে থাকত, এখন সেই চিত্র অনেকটাই ফিকে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন