এসএসসিতে কাউকে গ্রেস মার্কস দেয়া হয়নি: ঢাকা বোর্ড চেয়ারম্যান

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে গ্রেস মার্কস বা অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যে ফলাফল প্রকাশ করেছি, সেটিই প্রকৃত। এতে কোনো বাড়তি নম্বর বা গ্রেস মার্কস যোগ করা হয়নি। শিক্ষার্থীদের প্রকৃত মেধার যথাযথ মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পরীক্ষকদেরও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।"
তিনি আরও বলেন, "বিগত বছরগুলোতে কীভাবে ফলাফল প্রস্তুত করা হতো, তা নিয়ে মন্তব্য করতে চাই না। তবে এবার কোনো ধরনের বাহ্যিক চাপ ছাড়াই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আমাদের বলা হয়েছিল, যেটি প্রকৃত ফল, সেটিই প্রকাশ করতে। আমরাও সেই অনুযায়ী ফল প্রস্তুত করেছি।"
অধ্যাপক এহসানুল কবির জানান, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, নম্বরও মিলেছে সেই অনুযায়ী। কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর দিয়ে ভালো গ্রেড পাইয়ে দেওয়ার সুযোগ বা প্রয়াস কোথাও ছিল না। এ বছর ফল তৈরিতে কোনো রকম উদারনীতি অবলম্বন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বরিশাল বোর্ডে তুলনামূলকভাবে পাসের হার কম থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বরিশাল অঞ্চলে খাল-বিলসহ প্রান্তিক এলাকা বেশি হওয়ায় শিক্ষা কার্যক্রম চালানো তুলনামূলকভাবে কঠিন। সাধারণভাবে দেখা যায়, মহানগর ও বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ফল করে। কিন্তু উপজেলা পর্যায়ে বা গ্রামের দিকে ফলাফলে কিছুটা ভিন্নতা দেখা দেয়।"
১৩১ বার পড়া হয়েছে