সর্বশেষ

শিক্ষা

এসএসসি পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

অর্থাৎ এসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এক বছরে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফল বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।

পাসের হারের দিক থেকে এবারও ছাত্রীদের অবস্থান শীর্ষে। ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। ফলে টানা ১০ বছর ধরে এসএসসিতে পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীদের অংশ।

জিপিএ-৫ অর্জনের সংখ্যাও কমেছে ব্যাপকভাবে। এবারে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন