সর্বশেষ

শিক্ষা

খাতা পুনঃনিরীক্ষার আবেদন ১১ জুলাই থেকে শুরু হবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে।

এবার সারাদেশে গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যা গত বছরের ৮৩.০৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এবার মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল প্রত্যাশার তুলনায় কম হওয়ায় অনেক শিক্ষার্থী তাদের ফল নিয়ে অসন্তুষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে, তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী জানিয়েছেন, পুনঃনিরীক্ষার আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

উদাহরণ: RSC DHA 123456 101

একাধিক বিষয়ের কোড থাকলে কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন: 101,107।

আবেদন পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা।

আবেদন শুরু হবে ১১ জুলাই থেকে এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না।

ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) । 

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন