সর্বশেষ

শিক্ষা

কোন আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হল ফলাফল 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুই মাসের কম সময়ের ব্যবধানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার ফল প্রকাশে কোনো ধরনের আনুষ্ঠানিকতা থাকছে না বলে আগেই জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, “বাহুল্য নয়, স্বচ্ছতা ও নির্ভুলতাই এবার ফল প্রকাশের মূল লক্ষ্য। ফল প্রকাশে অহেতুক জাঁকজমকের কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারিত সময়েই নিজস্ব ব্যবস্থাপনায় ফল প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য এবার কোনো মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানও রাখা হয়নি।

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবারের পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন