সর্বশেষ

সারাদেশ

ফেনীতে নদীভাঙনে তিনটি সড়কে ধস, যানচলাচল বন্ধ

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর সোনাগাজী উপজেলায় নদীভাঙনে ধসে পড়েছে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক। ফলে ওইসব এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়েছে এবং ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বসতবাড়ি।

নদীপাড়ে বসবাসরত পরিবারগুলো বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ধসে যাওয়া সড়কগুলোর মধ্যে রয়েছে চর দরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চর মজলিশপুর যাওয়ার বদরপুর সড়ক এবং মিয়াজী ঘাট সড়ক।

স্থানীয়দের ভাষ্যমতে, নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন দেখা দিয়েছে। একইভাবে চর দরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর পাড় ভেঙে কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম এলাকায় ফেনী নদীর তীরভাঙনে এলাকা পানির নিচে চলে যাচ্ছে।

বসতবাড়ি ও ফসলি জমির ক্ষতির পাশাপাশি অব্যাহত ভাঙনের পেছনে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের মতে, বড় ফেনী ও ছোট ফেনী নদীতে অবাধে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ বদলে গিয়ে ভাঙনের তীব্রতা বেড়েছে। পাশাপাশি, গত বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীতে স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হয়েছে এবং এখন জোয়ারের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করছে।

চর দরবেশ ইউনিয়নের বাসিন্দা শফি উল্লাহ জানান, সড়ক ধসের কারণে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। মানুষজনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন জানান, সড়ক ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন