সর্বশেষ

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর মধ্য দিয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো।

মামলার অন্যতম আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিকালে তিনি নিজের দোষ স্বীকার করে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন, যা তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণের প্রক্রিয়া এগিয়ে দেয়।

অন্যদিকে, মামলার বাকি দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. আমির হোসেন। তিনি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।

এর আগে, ৭ জুলাই মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপরদিকে, কারাবন্দি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থান দমনকালে ব্যাপক গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়, যার পেছনে এই তিনজনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন