সর্বজনীন পেনশন স্কিমে আসছে ইসলামিক সংস্করণ

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সর্বজনীন পেনশন স্কিমকে আরও জনপ্রিয় করতে এর ইসলামিক ভার্সন চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বর্তমানে চালু থাকা ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’ এই চারটি স্কিমেরই শরিয়া-সম্মত সংস্করণ চালু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) সহায়তায় একটি আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
পেনশন কর্তৃপক্ষের এক সদস্য জানান, ইসলামিক সংস্করণ না থাকায় অনেক ধর্মপ্রাণ নাগরিক, বিশেষ করে মসজিদের ইমাম ও মুসলিম জনগোষ্ঠী, এই স্কিমে আগ্রহ দেখাচ্ছেন না। ইসলামিক সংস্করণ চালু হলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
সঙ্গে থাকছে বিমা সুবিধাও। পেনশন স্কিমে বিমা সুবিধা যুক্ত করার উদ্যোগ চলছে। একই সঙ্গে তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে, প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করেছে, যা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে।
নিবন্ধনের চিত্র
২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার পর প্রাথমিকভাবে ভালো সাড়া মিললেও সময়ের সঙ্গে নিবন্ধনের গতি ধীর হয়ে যায়। এপ্রিল ২০২4 পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেলেও পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পরিবর্তনের কারণে গত ১০ মাসে নতুন নিবন্ধন হয়েছে মাত্র ২,১১৭টি।
বর্তমানে মোট নিবন্ধনকারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৭৪ হাজার, আর জমা পড়া চাঁদার পরিমাণ ১৮৯ কোটি টাকা। এদের মধ্যে ‘সমতা’ স্কিমে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ সবচেয়ে বেশি—২ লাখ ৮৬ হাজারের বেশি নিবন্ধন, যা মোটের ৭৭%। অপরদিকে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ সবচেয়ে কম; মাত্র ৯৯৪ জন এই স্কিমে যুক্ত হয়েছেন।
আইএসএসএ সদস্যপদ এবং ভবিষ্যৎ পরিকল্পনা
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সামাজিক নিরাপত্তা খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থা ISSA-এর সদস্য হতে চায়। সদস্যপদের জন্য বার্ষিক ফি হিসেবে প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ আশা করছে, ইসলামিক সংস্করণ চালু, বিমা সুবিধা সংযুক্তি, নতুন গ্রুপ অন্তর্ভুক্তি ও সচেতনতামূলক মেলার মাধ্যমে নিবন্ধনের হার আবারও বাড়বে এবং দেশের সকল শ্রেণিপেশার মানুষ পেনশন সুবিধার আওতায় আসবে।
১২২ বার পড়া হয়েছে