রুশ ড্রোন হামলায় কিয়েভে নিহত ২, আহত অন্তত ১৩

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার গভীর রাতে এই হামলা চালানো হয়। এতে শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কিয়েভের শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়, যদিও সেগুলোর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, রুশ ড্রোন হামলায় শহরের অন্তত ছয়টি জেলায় আবাসিক ভবন, অফিস, গুদামঘর ও যানবাহনে আগুন লাগে। এক বিবৃতিতে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন প্রাণ হারিয়েছেন। এই মানুষগুলোকে রুশরা হত্যা করেছে। এটি এক ভয়াবহ ক্ষতি।”
মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, পডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হামলার পর শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে ও জানালা বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে, কারণ শহরে এখনও ঘন ধোঁয়া রয়েছে।
রাশিয়ার সর্ববৃহৎ আকাশপথে হামলা দাবি ইউক্রেনের
এর আগে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, মঙ্গলবার রাত থেকে এটি ছিল রাশিয়ার অন্যতম বড় আকাশপথে হামলা—যেখানে ৭২৮টি ড্রোন ও ১৩টি ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র একাধিক ধাপে ইউক্রেনের বিভিন্ন শহরে নিক্ষেপ করা হয়।
ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে বলেছে, কিয়েভ ছাড়াও অন্যান্য অঞ্চলেও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। তবে রাজধানীর বাইরে হতাহতের কোনো খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১২৬ বার পড়া হয়েছে