সর্বশেষ

রাজনীতি

ট্যাগ নয়, চাই মতপ্রকাশের স্বাধীনতা: নাহিদ ইসলাম

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘ট্যাগ’ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের হেনস্তার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোয় অনেক সময় দাড়ি, টুপি বা হিজাব দেখলেই শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ট্যাগ দিয়ে হয়রানি করা হয়েছে। এই বিভাজনের রাজনীতি থেকে আমরা বের হতে চাই। আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই যেখানে কারও মত ও পরিচয়ের কারণে তাকে টার্গেট করা হবে না।”

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এক পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

গণতান্ত্রিক সহাবস্থানের পক্ষে বক্তব্য
নাহিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার নয়, নেতৃত্ব তৈরির স্থান। এখানে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক সহাবস্থান থাকতে হবে। আমরা চাই, এখান থেকেই বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃত্বের বিকাশ হোক।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে আমরা ভুলে যাই যে আমরা রাজনৈতিক দল। তখন মনে হয় আমরা আপনাদের সহযোদ্ধা। আমরা ছাত্র, আমরাও শিখছি। জাতীয় নাগরিক পার্টির বক্তব্যের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সময়ের গণ-অভ্যুত্থানের গল্প আপনাদের সামনে তুলে ধরা।”

ছাত্র সংসদের দাবি ও সংস্কারের আহ্বান
ছাত্র নেতৃত্বের বিকাশে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “এই গণ-অভ্যুত্থানে ছাত্ররাই মূল চালিকা শক্তি। তাই ছাত্র সংসদ নির্বাচন জরুরি। মতপ্রকাশের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। সেই দাবিতে এনসিপি পাশে থাকবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমরা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের আন্দোলনে বিশ্বাস করি না। আমরা এমন একটি গণ-অভ্যুত্থান চাই, যা মানুষের জীবন ও রাষ্ট্রকাঠামোর পরিবর্তন আনবে। এই সংগ্রামে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা হবে প্রধান শক্তি।”

পথসভায় অন্যান্যদের উপস্থিতি
সভায় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন